আজ থেকে খুলে গেল বেলুড় মঠ

প্রথমে ৮২ দিন, তারপর প্রায় ১৯১ দিন বন্ধ থাকার পরে বুধবার থেকে সব ভক্ত ও দর্শনার্থীর জন্যে  খুলে গেল বেলুড়মঠ। এদিন থেকেই রাজ্য সরকারের করোনা বিধি মেনে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হলো বেলুড় মঠের দ্বার। গত ২৫শে জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বেলুড়মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। লকডাউনের জেরে  ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার  পর। ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। 

ওই সময় একাধিক করোনা বিধি মেনে গেটে প্রবেশ করানো হতো। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব মানা থেকে হাত স্যানিটাইজ করে মঠে ঢোকা, সব করোনাবিধিই  মানতে হত ভক্ত থেকে দর্শনার্থী সকলকেই। এর প্রায় দেড় মাস পর ২ আগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। সেই সময়ে মঠের আবাসিক প্রায় ৮০জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা ও বিকাল সাড়ে তিনটে থেকে বিকাল সওয়া পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। সব মন্দিরে প্রবেশ করতে পারলেও, মন্দিরে বসা ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post