খোঁজ নেই চামোলিতে আটকে পড়া মালদার শ্রমিকের

এখনও কোনও খবর এল না। টিভিতে, খবরের কাগজে তন্নতন্ন করে খুঁজেও জানা গেল না ভগবানপুরের ৪০ বছরের আনেশ শেখের কোনও হাল হকিকত। গত ৯ মাস ধরে উত্তরাখণ্ডের চামোলিতে হাইডেল পাওয়ার প্রজেক্টের টাওয়ারে শ্রমিকের কাজ করছিলেন তিনি। উদ্বেগে, আশঙ্কায় দিন কাটছে গোটা গ্রামেরই। মালদা জেলার ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকার কারও চোখে এখন ঘুম নেই। ১৬ বছরের মেয়ে নাসরিন  ও ১৫ বছরের ছেলে নাসিব শেখকে নিয়ে পথ চেয়ে রয়েছেন স্ত্রী রেহেনা। 

রেহেনা বিবি জানান, মাস তিনেক আগে তার স্বামী আনেশ শেখ বাড়িতে আসেন। কিছুদিন থাকার পর আবার চলে যান কাজে। ঘটনার দিন, রবিবার সকালেই স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর লাগাতার ফোন করা সত্ত্বেও আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনার খবর টিভিতে দেখতে পেয়ে তার আরও দুই দেওর একরামুল শেখ ও সিকিম শেখ আনেশের খোঁজ করতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে গিয়েছেন। কিন্তু এখনও তারা নিখোঁজ ব্যক্তির কোন খোঁজ পাননি। এর আগে ওই এলাকায় কাজ করতে যাওয়া ভগবানপুর গ্রামের বাসিন্দা শেখ সাবিরুল জানান, ওই চামেলি এলাকাটি ভয়ঙ্কর এলাকায়। ছবি দেখলাম তাতে প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রাম থেকে একজনই গেছে ওই এলাকায় কাজ করতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post