এবার নবান্ন অভিযানের ডাক আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

পার্শ্ব শিক্ষকদের পর এবার চাকরির দাবিতে পথে নামতে চলেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়ে ১২ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ২০১৬ সাল থেকে হয়ে আসা উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন । পরিবর্তে নতুন করে তার প্রক্রিয়া শুরু হয়। তার নথি যাচাইয়ের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। এবার সেই  জমা পড়া নথি যাচাই করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে কমিশন। তবে এই নিয়োগ প্রক্রিয়া যাতে চলতি মাসের মধ্যেই সম্পন্ন হয় তার দাবিতেই পথে  নামছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ।

সংগঠনের তরফে মোট তিনদফা দাবি তোলা হয়েছে। তাদের দাবি, উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে। এছাড়া  স্কুল সার্ভিস কমিশন যে  প্রায় ১৪ হাজারটি শূন্যপদ আছে বলে ঘোষণা করেছিল তার সঙ্গে কোর্টে জমা দেওয়া এবং বিকাশ ভবন সূত্রে যে আরও দশহাজার বর্ধিত শূন্যপদও যুক্ত করে নিয়োগ করতে হবে। এছাড়া এই ফ্রেব্রুয়ারি মাসের মধ্যেই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে একই দাবিতে আন্দোলন করেছিলেন চাকরিপ্রার্থীরা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post