বুদ্ধিজীবী থেকে সর্বস্তরের বাম ব্রিগেড

নড়েচড়ে বসেছে সিপিএম তথা বামদলগুলি। মাসের শেষে তাদের ব্রিগেড অভিযান সঙ্গে থাকছে কংগ্রেস থেকে সমাজবাদী নানা দলও। একটা সময়ে বাম দলে গণনাট্য সংঘ এবং বামপন্থী নাট্যদলগুলি থাকত, মঞ্চে নাটকের মাধ্যমে বার্তা দিতেন উৎপল দত্ত, অজিতেশ, রুদ্রপ্রসাদ, রবি ঘোষ, অনুপকুমার সহ বহু শিল্পী। কিন্তু আজ গণনাট্য সংঘ থাকলেও তার খবর থাকে না কারও কাছে। কিন্তু তা সত্বও আজও সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে বহু বামপন্থী শিল্পী কাজ করছেন নাট্যমঞ্চে বা টলিউড বা টিভি সিরিয়ালে। এবারের বাম ব্রিগেডে ফের তাঁদের দেখা যেতে পারে।

বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবার ব্রিগেডের উপর ১০ লাইনের একটি স্লোগান রচনা করেছেন যা কিনা সুর দিয়ে থিম সঙে পরিণত হয়েছে। একই সাথে অনুষ্ঠানের আগে গণসংগীত ও দেশাত্মবোধক গানও পরিবেশিত হবে মূল রাজনৈতিক ভাষণের আগে। ব্রিগেডে বিক্রি হবে লিটল ম্যাগাজিন।| ৬০-৭০ দশকের স্মৃতি ফেরাতে চাইছে বামেরা।   


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.