আনএডেড মাদ্রাসা শিক্ষকদের অনশনের ৩৩ দিন


প্রথমে আন্দোলন। তাতে দাবি আদায় হয়নি। শুরু অনশন, কাফন আন্দোলন। এতেও সরকারের নজর পড়েনি আনএডেড মাদ্রাসা শিক্ষকদের ওপর। তাই হাইকোর্টে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে বাধ্য হয়েছেন তাঁরা। মৃত্যু বরণ করতে পারেন, কিন্তু দাবি আদায় না হলে বাড়ি ফিরে যাবেন না, এটাই পণ ১০বছর ধরে প্রত্যশা পূরণ না হওয়া শিক্ষকদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post