উত্তরাখন্ডে মৃত বেড়ে ২৮, এখনও নিখোঁজ ১৯৭

বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসে এপর্যন্ত ২৬টি দেহ উদ্ধার করা হয়েছে। রবিবারের এই তুষারধসে ১৯৭ জন নিখোঁজ বলে জানিয়েছে সরকার। উদ্ধারের কাজে লাগানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও। তপোবনের টানেল পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে। সেখানে আটকে পড়া ৩৯ জন এনটিপিসি-র কর্মীকে বাইরে বের করে আনার কাজ চলছে। তবে তাঁদের বেঁচে থাকা সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। 

আরেকটি আটকে যাওয়া টানেল থেকে বের করে আনা ১১ শ্রিমকের একজন জানিয়েছেন, "রবিবার সকালে কাজ করার সময়ই কেউ চেঁচিয়ে বলে, বেরিয়ে এসো। বেরোনোর আগেই তীব্র বেগে জল ঢুকে পড়ে টানেলে।" তাতেই আটকে পড়েন তাঁরা। জল নামা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন তাঁরা। পরে আইটিবিপির জওয়ানরা ১১ জনকে উদ্ধার করে। তপোবনের ১,৯০০ মিটার দীর্ঘ আরেকটি টানেলে কাদা ও জলের জন্য ঢুকতে অসুবিধা হচ্ছে উদ্ধারকারীদের। তুষারধসের পর জলস্তর ৭০ ফুট পর্যন্ত উঠে যায়। ঢোকার ২০ ফুট চওড়া মুখও আটকে যায়। সরকারিভাবে জানানো হয়েছে, ঋষিগঙ্গায় এনটিপিসির ১৪৮ জন এবং আরও ২২ জন নিখোঁজ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post