অনলাইন জালিয়াতির শিকার কেজরিওয়ালের মেয়ে

 


অনলাইন জালিয়াতির শিকার এবার দিল্লির মুখ্যমন্ত্রীর মেয়েও। তাঁকে ৩৪ হাজার টাকা খোওয়াতে হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কিউআর কোড জালিয়াতের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন। জানা গিয়েছে, ওই জালিয়াত কেনাবেচার একটি সাইটে হর্ষিতার দেওয়া সেকেন্ড হ্যান্ড সোফা বিক্রির বিজ্ঞাপনে সাড়া দেয়। তারপর দরদাম ঠিক হলে ওই জালিয়াত ক্রেতা সেজে সোফা কিনতে চায়। 

হর্ষিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে সে কিছু টাকাও পাঠায়। টাকা পাওয়ার পর হর্ষিতাকে সে একটি কিউআর কোড পাঠিয়ে বলে, সেটি স্ক্যান করলেই বাকি টাকা হর্ষিতা পেয়ে যাবেন। সেই কোড স্ক্যান করতেই হর্ষিতার অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা গায়েব হয়ে যায়। এনিয়ে জিজ্ঞাসা করলে ওই জালিয়াত জানায়, ভুল করে এটা হয়েছে। ভুল কিউআর কোড পাঠানো হয়ে গিয়েছে। ফের তার পাঠানো আরেকটি কিউআর কোড স্ক্যান করতেই আরও ১৪ হাজার টাকা গায়েব হয়ে যায়। এরপর সিভিল লাইনস থানায় হর্ষিতা অভিযোগ দায়ের করেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.