ভোটের হাওয়া বুঝতে চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

গত ডিসেম্বর মাসেই উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট বড় বালাই, তাই মাস খানেকের মাথায় ফের চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তরঙ্গের ঊদ্দেশ্যে রওনা দেবেন, ফিরবেন ৪ ফেব্রুয়ারি। উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই উত্তরবঙ্গের দিকে বাড়তি নজর দিতে দেখা গিয়েছে তাঁকে। বারেবারে ছুটে গিয়েছেন উত্তরের বিভিন্ন জেলায়। সূত্রের খবর, মঙ্গলবারই আলিপুরদুয়ার জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। প্রায় দুবছর পর এখানে পা রাখছেন মুখ্যমন্ত্রী। তাই আলিপুরদুয়ারের সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। ফালাকাটার চারটি স্থানে বসানো হয়েছে চারটি বড় স্ক্রিন। যাতে সকলেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখতে পারেন। এখানে প্রশাসনিক স্তরে একটি গণ বিবাহের আসর বসছে, সেখানে ৮০০ জোড়া যুবক-যুবতীর বিয়ে হবে। মূলত চা বাগান এলাকার বাসিন্দাদের জন্যই এই আয়োজন। 

মুখ্যমন্ত্রী চার দিনের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক কর্মসূচি ছাড়াও একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মূলত বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠন চাঙ্গা করাই তৃণমূল নেত্রীর উদ্দেশ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভা ভোটের আগে থেকেই উত্তরবঙ্গে দলীয় সংগঠনের হাল খারাপ। গোষ্ঠীকোন্দল ও সংঘর্ষ এখানে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। কড়া মনোভাব নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল এড়ানো যায়নি। উল্টে একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। সম্প্রতি মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরোধও এখন দলের মাথা ব্যাথার কারণ। এই পরিস্থিতিতে দলনেত্রীর সফর যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। এখন দেখার তিনি কী বার্তা দেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post