ফেব্রুয়ারির প্রথম দিনেই শীতের ছক্কা, কলকাতায় ১১.৪


ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেও শীতে জুবুথুবু রাজ্য। কলকাতা সহ গোটা রাজ্যেই শীতের চওড়া ব্যাটিং জারি রয়েছে। সোমবার দার্জিলিংয়ের তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমেছে। অপরদিকে জেলায় জেলায় জারি শীতের দাপট। পানাগড়ে ৬.৪, শিলিগুড়িতে ৬.৫, শ্রীনিকেতনে ৭, ব্যারাকপুরে ৭.৬, কোচবিহারে ৭.১, বালুরঘাটে ৭.৬, পুরুলিয়াতে ৮.৫, মালদায় ৮.৯, বর্ধমানে ৮.৬, দিঘায় ১০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সপ্তাহের প্রথম দিনেই কলকাতার তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। রবিবারের তুলনায় শহরের তাপমাত্রা কমেছে ০.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে শীতের দাপট চলবে। 

আবহবিদদের দাবি, উত্তরে হাওয়ার প্রভাবেই রাজ্যে শীতের দাপট চলছে। বাতাসে হিমের পরশের পাশাপাশি রয়েছে কুয়াশার চাদর। ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতাও কমেছে অনেকটা। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার জেরে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। সবমিলিয়ে রাজ্যবাসী আরও কয়েকটা দিন শীতের আমেজ গায়ে মাখতে পারবেন বলেই আশ্বাসবানী শোনাচ্ছেন আবহবিদরা। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post