ভারতের ভূখণ্ড চিনের হাতে তুলে দিয়েছে মোদি সরকার। এংমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার তিনি বলেন, এনিয়ে সংসদে বিরোধীদের কোনও কথা বলতে দেওয়া হয়নি। রাহুল বলেন, বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী সংসদে চিন নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত আগেকার স্থিতাবস্থার পক্ষে। এখন কাপুরুষের মতো রাজনাথ বলছেন, ভারত ফিঙ্গার ৩-এ থাকবে। কিন্তু ভারতের অবস্থান ছিল ফিঙ্গার ৪-ও।
রাজনাথ সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা দিপসাং সমতল এলাকা নিয়ে কিছু বলেননি। সেখান দিয়েই তো ভারতের থাকার কথা। রাহুলের প্রশ্ন, কেন ভারতীয় সেনাকে ফিরে আসতে বলা হল। কারণ নরেন্দ্র মোদি ভারতমাতার একটি অংশ চিনকে দিয়ে দিয়েছেন। তাঁর কথা, মোদি কাপুরুষ, চিনের মুখোমুখি দাঁড়ানোর হিম্মত তাঁর নেই। সেনাদের আত্মত্যাগের প্রতি তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি জবাবে বলেছেন, রাহুলের ঠাকুরদা জওহরলাল নেহরুই চিনকে ভারতীয় ভূখণ্ড চিনকে তুলে দিয়েছিলেন। কে দেশপ্রেমী তা দেশের মানুষ জানেন।
Thank You for your important feedback