খুন নাকি আত্মহত্যা? দমদমের ফ্ল্যাটে জোড়া মৃতদেহ উদ্ধারে রহস্য

দমদম গোড়াবাজারের কাছে যোগেশ এপার্টমেন্টে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার ভাই বোনের পচাগলা মৃতদেহ। দমদম থানার পুলিশ গিয়ে দলজা ভেঙে দেহ উদ্ধার করে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোড়াবাজার এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশীদের দাবি, তাঁরা ভাই-বোন কিনা সেটা স্পষ্ট নয়। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রায় ছয় বছর ধরে যোগেশ এপার্টমেন্টে ভাড়া থাকতেন অনিকেত ও দেবদ্যূতি বন্দ্যোপাধ্যায়। এতদিন সেখানে ভাড়া থাকলেও এলাকার মানুষের সাথে সেই ভাবে যোগাযোগ ছিল না তাঁদের। এলাকার মানুষের আরও অভিযোগ, পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না। এমনকি দিন কয়েক আগেই এক পরিচারিকা মৃত দুজনের নামে প্রতারণার অভিযোগ করেছিলেন থানায়। পুলিশও এসেছিল ওই ফ্ল্যাটে। এরপর থেকে খুব একটা বের হতে দেখা যায়নি ভাই-বোনকে।

প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরে ঘরের দরজা খুলতেন না তাঁরা। শনিবার সকালে এই বহুতলের  বাসিন্দারা পচা গন্ধ পেলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। কী কারণে তাঁরা এই পথ বেছে নিয়েছেন তা খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.