শুক্রবারই জানা গিয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বদল করছে নবান্ন। এবার তাতে সরকারি শিলমোহর পড়ল। শনিবারই এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল কলকাতার নতুন পুলিশ কমিশনার (সিপি) হচ্ছেন সৌমেন মিত্র। তিনি বর্তমান সিপি অনুজ শর্মার স্থলাভিসিক্ত হচ্ছেন। তাঁকে সিআইডি-র এডিজি পদে বদলি করা হয়েছে। একইসঙ্গে হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারদেরও বদল করল নবান্ন।
হাওড়ার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সি সুধাকর, তিনি কুণাল আগরওয়ালের জায়গায় এলেন। কুণাল অগ্রবালকে পাঠানো হল ডিআইজি মেদিনীপুর রেঞ্জে। ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মাকে সরিয়ে তাঁর জায়গায় পাঠানো হল অজয়কুমার নন্দকে। মনোজ ভার্মা গেলেন সিআইএফ-এর আইজি পদে। অপরদিকে বিধাননগরের সিপি মুকেশকেও বদলি করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে ডিআইজি বারাসত রেঞ্জে। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। জাভেদ শামিমকে ডিআইজি (আইনশৃঙ্খলা) করা হয়েছে। জ্ঞানবন্ত সিংকে ওই পদ থেকে সরিয়ে পাঠানো হল আর্মড পুলিশের এডিজি পদে। জয়ন্তকুমার পালকে করা হল আইজি উত্তরবঙ্গ, সেইসঙ্গে তিনি আর্মড পুলিশের দায়িত্বও দেখবেন। এছাড়াও আরও কয়েকজন সিনিয়র আইপিএসকে বদলি করেছে নবান্ন। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে এটা রুটিন বদলি বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন।
Thank You for your important feedback