বিগ বস-এ কি সবটাই নাটক?

বিগ বস শো হিন্দি সিরিয়ালের মতোই জনপ্রিয় একটি অনুষ্ঠান। একদিকে যেমন গান বা নাচ কিংবা অমিতাভ বচ্চন শো তেমনই সলমন খানের বিগ বস। এই শোতে বিভিন্ন জগতের সেলেব্রেটিরা একটি এলাকায় বন্দি থাকেন এবং তাদের সাথে নূন্যতম ফোনটি পর্যন্ত থাকে না অর্থাৎ বাহির বিশ্বের সাথে যোগাযোগহীন হয়ে তাদের একসাথে জীবনযাত্রা। বাথরুম ছাড়া সর্বত্র ক্যামেরা। যদি কেউ শোয়ের নিয়ম ভেঙে কোনও কাজ করেন তবে তা ক্যামেরায় ধারা পরে এবং তাকে শো থেকে বের করে দেওয়া হয়। সলমন খান এই শোয়ের সর্বময় কর্তা এবং সঞ্চালক।

কিন্তু দর্শকদের কাছে জনপ্রিয় এই শোয়ের কাণ্ডকারখানা দেখে মনে হয় সবটাই গড়াপেটা। খাওয়াদাওয়া থেকে পোশাকআশাক কিংবা ঝগড়াঝাঁটি সবটাই মনে হয় 'তৈরি ঘটনা'। সম্প্রতি সলমন খানকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখা গেল, গলা চড়িয়ে গালি দিচ্ছেন অংশগ্রহণকারীদের। সলমনের শরীরী ভাষা দেখে মনে হলো তিনি যেন সিনেমার ভিলেনকে চ্যালেঞ্জ করছেন। সন্দেহ তাই 'সবটাই নাটক'|    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.