শরিকদের বাদ দিয়েই আজ কংগ্রেস-বাম বৈঠক

রবিবার কংগ্রেস-বাম জোটের বৈঠক বাতিল করা হয়েছে। জটিলতা বাড়তে থাকায় আসনরফা নিয়ে সিপিএম ছাড়া বামফ্রন্টের অন্য দলের সঙ্গে এখনই আলোচনায় বসতে চায় না কংগ্রেস। এখন তারা সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে। রবিবারই শহরে আসছেন পর্যবেক্ষক জিতিন প্রসাদ ও কংগ্রেসের কেন্দ্রীয় চার সদস্য। উল্লেখ্, বিধানসভার আসনরফা নিয়ে বামফ্রন্টের অন্য শরিক ফরওয়ার্ড ব্লক ও আর এসপির সঙ্গে জটিলতা বাড়ছে কংগ্রেসের। তাই তাদের বাদ দিয়ে শুধু সিপিএমের সঙ্গেই বৈঠক করবে তারা। এছাড়া, আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও জোট নিয়ে কথা বলে নিতে চাইছে দুই পক্ষই। আব্বাসের সঙ্গে জোটের অনুমতি চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন আবদুল মান্নান। তা মিলবে বলে আশাবাদী কংগ্রেস।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.