পর্ন ফিল্মের ব্যবসা, গ্রেফতার মডেল-অভিনেত্রী

অভিনেত্রী মডেল গেহানা বশিষ্ঠকে তাঁর ওয়েবসাইটে পর্ন ফিল্ম শুটিং ও আপলোড করার জন্য গ্রেফতার করল মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ বৃহস্পতিবার মালাডের মাদ দ্বীপে হানা দেয়। সেখানেই পর্ন ফিল্ম তৈরির একটি চক্র ধরা পড়ে। সেই সূত্রেই ডেকে পাঠানো হয় গেহানাকে। শনিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে। গেহানা তেলুগু ও হিন্দি ফিল্মের অভিনয় করেছেন। বহু বিজ্ঞাপন ফিল্মেও কাজ করেছেন তিনি। অন্তত ৮৭টি পর্ন ফিল্ম গেহানা ওয়েবসাইটে আপলোড করেছেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ওই ওয়েবসাইটে ২ হাজার টাকা দিয়ে সদস্য হওয়া যেত। ৩৬ লাখ টাকার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া গিয়েছে। এরই পাশাপাশি আরও বেশ কয়েকজন মডেল, অভিনেত্রীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তিনজন অভিযোগ জানিয়েছে, তাদের জোর করে পর্ন ফিল্মে অভিনয় করতে বাধ্য করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.