৭ ফেব্রুয়ারি কি প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো?

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হতে পারে কলকাতার পুরোনো দক্ষিণ-উত্তর মেট্রো লাইনের সম্প্রসারিত অংশের। কারণ ওইদিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে,  ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসছেন রেলের সেফটি কমিশনার৷ ওই পর্যবেক্ষণের পর চূড়ান্ত ছাড়পত্র মিলতে পারে৷ সেক্ষেত্রে চলতি মাসেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে বাধা নেই। 

এরমধ্যেই নোয়াপাড়ার পর দুটি নতুন স্টেশন বরানগর ও দক্ষিণেশ্বরের কাজ সম্পূর্ণ, দুটি স্টেশনই আধুনিক সাজে সজ্জিত। লাইন, সিগন্যালিংয়ের কাজও সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। গত একমাস ধরে নির্বিঘ্নেই চলছে মেট্রোর ট্রায়াল রান। এবার সেফটি কমিশনারের পরিদর্শন হলেই ছাড়পত্র পাওয়া যাবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। সেক্ষেত্রে আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতে ভার্চুয়াল মাধ্যমে মেট্রোর এই অংশের উদ্বোধনও করে দেওয়া হতে পারে। 

কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, বরাহনগর স্টেশনটির উচ্চতা ৫৫ ফুট৷ ফলে এই স্টেশনটি কলকাতা মেট্রোর সব চেয়ে উঁচু স্টেশন। মেট্রোর জন্য মোবাইল ভিত্তিক টিকেটিং ব্যবস্থা চালু করার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে৷ এর ফলে টিকিট কাউন্টারে ভিড় অনেকটাই কমবে৷ এমনকি মেট্রো যাত্রীদের স্মার্টকার্ডেরও প্রয়োজন হবে না৷ 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী আধিকারিকদের নিয়ে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া নতুন মেট্রো লাইন পরিদর্শন করেন। পরিদর্শনের পর ব্যবস্থাপনা দেখে তিনি খুশি হয়েছেন। পরে তিনি জানান, সমস্ত কিছু ঠিকঠাক চললে জোকা-বিবাদী বাগ মেট্রো করিডরও আগামী ২ বছরের মধ্যে চালু হয়ে যাবে৷ অপরদিকে ২০২২ সালের মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবারও চালু হতে পারে৷ তিনি আরও জানান, কলকাতা বিমানবন্দরে তৈরি হতে চলেছে নোয়াপাড়া-বারাসত মেট্রোর সবচেয়ে বড় স্টেশন৷ এই স্টেশনের সঙ্গে বিমানবন্দরের প্রবেশ পথকে জোড়ার জন্য তৈরি হবে পৃথক সাবওয়ে৷


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.