ডোমজুড়ে যুগলের দেহ উদ্ধারের ঘটনার নেপথ্যে কী ‘অনার কিলিং’ ?

গত ৯ ফেব্রুয়ারি হাওড়ার ডোমজুড় থেকে উদ্ধার হয়েছিল এক যুগলের দেহ। পরে পুলিশ জানতে পারে দুজনেরই বাড়ি হুগলির আরামবাগে। তাঁদের সদ্য বিয়ে হয়েছিল। মৃতদের নাম ছিল অর্জুন দলুই ও রাখী প্রামাণিক। দুটি দেহেই ছিল গভীর আঘাতের চিহ্ন, ফলে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল এটা খুনের ঘটনা। কিন্তু ঠিক কী কারণে এই খুন সেটা নিয়ে ধন্ধে ছিল পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, এটা পরিবারিক সম্মান রক্ষায় খুন বা অনার কিলিংয়ের ঘটনা। যদিও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। 

তবে হাওড়া পুলিশের তরফে জানা যাচ্ছে এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে গত ২৬ জানুয়ারি এই দুই তরুণ-তরুণী বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। আরামবাগ থানায় রাখীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। কারণ রাখীর বয়স মাত্র ১৬ বছর, অর্থাৎ সে নাবালিকা। আরামবাগ থানার পুলিশ অর্জুনের মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। পরের মাসে দুজনের হাওড়ার ডোমজুড়ে দেহ উদ্ধার হয়। ডোমজুড় থানার তদন্তে উঠে আসছে অনার কিলিংয়ের ঘটনা। এখনও তদন্ত চলছে, পুলিশ ধৃতদের জেরা করে খুনের আসল কারণ জানার চেষ্টা করছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post