পছন্দ নয় বলে নিজের সদ্যোজাত ছেলেকেই বেঁচে দিল বাবা!

৪২ দিনের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল বাবা। অভাব তো ছিলই, কিন্তু ছেলেকে পছন্দ নয় বলেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলেই জেরায় জানতে পেরেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পদ্মপুকুর এলাকায়। অভিযুক্তের নাম শাহিদ মোল্লা। 

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মাত্র ৪০ দিনের শিশুপুত্রটি। তাঁর মা ফিরোজা বিবি সামান্য কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসেই দেখেন তাঁর ছেলে ঘরে নেই। এমনকি রহস্যজনকভাবে উধাও স্বামী সাহিদ মোল্লাও। আত্মীয় এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজির পরও কাউকে না পাওয়ায় ফিরোজা ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে ভাঙড় থানার পুলিশ। এরমধ্যেই ফিরোজা বিবি পুলিশের কাছে দাবি করেন, ছেলেকে বিক্রি করে দিতে চেয়েছিলেন তাঁর স্বামী। এরপরই পুলিশ শাহিদের মোবাইল নম্বর ট্র্যাক করে জানতে পারে সে তপসিয়া এলাকায় রয়েছে। শুক্রবার বিকেলে তপসিয়া এলাকা থেকে ৪২ দিনের দুধের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে শাহিদ আলি মোল্লা ও তনবীর আলম নামে অপর এক ব্যক্তিকে। পুলিশ জানতে পারে মাত্র ৫০ হাজার টাকায় নিজের শিশুপুত্রকে বিক্রি করেছিল শাহিদ। আর তানবীর আলম এই ৪২ দিনের শিশুটিকে কিনেছিলেন। এরপরই শিশুটিকে মা ফিরোজা বিবির কাছে ফিরিয়ে দেয় ভাঙড় থানার পুলিশ। ঘটনার পর হতবাক ভাঙড়ের পদ্মপুকুরের বাসিন্দারা। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.