কলকাতা পুলিশের বড় সাফল্য, কুখ্যাত জামতাড়া গাংয়ের পাঁচ সদস্যকে জালে তুললেন গোয়েন্দারা। কলকাতার এক ব্যবসায়ীকে প্রতারণা করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। তারই তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার শাখা জানতে পারে এটিও জামতাড়া গাংয়ের কাণ্ড। পুলিশ সূত্রে খবর, শহরের এক ব্যবসায়ী প্রবীণ কুমার জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, পেটিএম-এর কেওয়াইসি আপডেট করার অনুরোধ জানিয়ে তাঁর মোবাইল একটি মেসেজ আসে। এরপরই একটি ফোনও আসে, সেখানে ওই ব্যবসায়ীকে বলা হয় তাঁর পেটিএম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কেওয়াইসি আপডেট করতে হবে। এরপরই ‘কুইক সাপোর্ট’ নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করার কথাও বলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এখানেই প্রতারকের ফাঁদে পড়েন ব্যবসায়ী প্রবীণ কুমার। তিনি অ্যাপ ডাউনলোড করার সময় ওটিপি ওই প্রতারককে দিয়ে দেন। এরপরই ওই ব্যবসায়ীর মোবাইল ফোনটির নিয়ন্ত্রন চলে যায় প্রতারকদের হাতে। ফলে কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকা উধাও হয়ে যায়। এই ঘটনার তদন্তে নামে জোড়াবাগান থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে তাঁরা হানা দেয় ঝাড়খণ্ডে। সেখান থেকেই কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেন তপন দাস (২৪), বিধান দাস (১৯), রাজু দাস (৪২), রঞ্জিত দাস (৩৯) ও বুলেট দাস (২৩) নামের পাঁচ দুষ্কৃতীকে। তাঁরা যে জামতাড়া গ্যাংয়েরই সদস্য সেটা নিশ্চিত কলকাতা পুলিশ। ফলে তাঁদের জেরা করে এই চক্রের মাথায় পৌঁছতে চাইছেন গোয়েন্দারা।
Thank You for your important feedback