প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য নিজেদের ভবন দিল বিএসএফ

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য তাঁদের একটি ভবনকে গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দিল বিএসএফ। নদিয়া জেলার সাহাপুরের নাটনা গ্রাম পঞ্চায়েতে এলাকা একেবারে বাংলাদেশ সীমান্তে অবস্থিত। সেখানেই ছিল সীমান্তরক্ষীবাহিনীর একটি চৌকি। তবে দীর্ঘদিন সেটি পরিত্যাক্ত হয়ে পড়েছিল। নাটনা গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ বিশ্বাস ওই ভবনটি বিএসএফের কাছে চেয়েছিলেন গ্রামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য। তিনি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিএসএফ আধিকারিকদের চিঠিও দিয়েছিলেন। পরে বিএসএফও এই পরিত্যাক্ত ক্যাম্পটিকে পঞ্চায়েতের হাতে হস্তান্তরে আশ্বাস দিয়েছিল।

এদিন ওই ভবনটি ঠিকঠাক করে নাটনা গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দিল বিএসএফ কর্তৃপক্ষ। গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, ‘বর্ডার অঞ্চল হওয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলে বেশ উপকৃত হবে সাধারণ গ্রামবাসী। তাই এই পরিকল্পনা করা হয়েছে’। এক সাধারণ গ্রামবাসী জানিয়েছেন, এই গ্রাম থেকে হাসপতাল প্রায় ৭কিমি দূরে। এই অঞ্চলের বহু লোকের বসবাস। একটি স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজন ছিল। তাই স্বাস্থ্য কেন্দ্রটি হলে বেশ উপকৃত হব’।      


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.