পুরব ঔর পশ্চিম

ভারতীয়ত্ব বজায় রেখেও বিদেশের সাথে সম্পর্ক রাখা যায়। আজ এই স্লোগান খোদ সরকারের মুখে। দেশ ও বিদেশের সমঝোতা রাখা জরুরি কিন্তু নিজের দেশকে মাথায় রেখে, এমন বিষয়ে নিয়ে অভিনেতা পরিচালক মনোজকুমার ৫০ বছর আগে তৈরি করেছিলেন আধুনিক ছবি "পূরব ঔর পশ্চিম।" ছবিটি সারা ভারতে সুপার হিট হয়েছিল। অভিনয়ে ছিলেন সায়রাবানু, অশোককুমার, প্রাণ প্রমুখ। ছবির অর্ধেক অংশ শুটিং হয়েছিল লন্ডনে, বাকিটা উত্তরপ্রদেশ ও অন্যান্য স্থানে।

স্বাধীনতা সংগ্রামীর পুত্র ব্রিটিশের হাতে বাবার মৃত্যুর পরও ইংল্যান্ডে পড়তে যায় পুরানো রাগ ভুলে। দুই দেশের সংস্কৃতির আদান প্রদান হয়। নায়ক ভারত বিয়েও করেন ব্রিটিশ সভ্যতায় বেড়ে ওঠা এক "মেমসাহেব"কে। ছবির শেষে ভারত এবং দেশ ভারতকে ভালোবেসে এদেশেই চলে আসে। পুরস্কৃত হয় ছবিটি এবং ভারতের বিভিন্ন প্রান্তে সরকার ট্যাক্স ফ্রি করে দিয়েছিল সে সময়ে।        


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.