হুগলির সহাগঞ্জে দু’দিন আগেই জনসভা এবং সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের মাথায় বুধবার এখানেই পাল্টা সভা করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই সভামঞ্চ থেকেই তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক তারকা। ক্রিকেটের ময়দান থেকে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। জল্পনা সত্যি করেই এদিন বাংলার ক্রিকেটের তারকা মনোজ তিওয়ারি হুগলির সাহাগঞ্জে হাজির হয়ে যান। তিনি এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। পাশাপাশি কলকাতা ময়দানের জনপ্রিয় ফুটবলার সৌমিক দে তৃণমূলে যোগ দিলেন। অপরদিকে টলিউড সিনেমা এবং টেলিভিশনের বেশ কয়েকজন তারকাও শাসকদলে যোগ দিলেন। এদিন তৃণমূলের পতাকার তলায় এলেন সায়নী ঘোষ, জুন মালিয়া, মানালি দে, কাঞ্চন মল্লিক সহ পরিচালক রাজ চক্রবর্তী। প্রত্যেকেই জানান, তৃণমূল নেত্রীর আদর্শে রাজনৈতিক জীবন শুরু করতে পেরে গর্বিত, সেই সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন।
পরে ভাষণ দিতে উঠে তৃণমূল নেত্রী তীব্র আক্রমণ করেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। হুগলির সাহাগঞ্জ থেকেই একাধিক রেল প্রকল্প উদ্বোধন করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মমতা বলেন, এই সব প্রকল্প আমি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়ে গেছি। এখন ফিতে কাটছে। একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কিভাবে এত মিথ্যে কথা বলেন? প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। এরপরই অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, দেশে এখন দু’টো নেতা। একটা নেতা হচ্ছে হোদল কুতকুত। আরেকটা নেতা হচ্ছে কিম্ভূতকিমাকার। শুধুই গায়ের জোর দেখাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback