বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে নামকরণ হল নরেন্দ্র মোদির নামে

১ লাখ ১০ হাজার দর্শকাসন বিশিষ্ট বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম পাল্টে গেল। আমেদাবাদের মোতেরায় নবনির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামের নাম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদ্বোধন করেন মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। যদিও গোটা স্পের্টস কমপ্লেক্সের নাম হবে সর্দার বল্লবভাই প্যাটেলের নামে। এখানেই শুরু হচ্ছে দিন-রাতের টেস্ট। ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পেরে হতাশ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও তিনি এই দৈত্যাকায় ক্রিকেট স্টেডিয়াম নিয়ে উচ্ছ্বসিত।

 এদিন টুইট করেই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সৌরভ টুইটে লেখেন, ‘আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম’। এদিনই মোতেরায় স্পোর্টস কমপ্লেক্সের ভূমিপুজা হয়ে গেল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রত্যেকের প্রধানমন্ত্রীর নামে এই নবনির্মিত স্টেডিয়ামের নামকরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post