ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম শ্রীলংকা সফরে
যাচ্ছেন। কলম্বো যেতে হলে পাকিস্তানের যে কোনও বিমানকে ভারতের উপর দিয়েই
যাওয়াটাই স্বাভাবিক এবং এটাই পথ নতুবা সম্পূর্ণ আরব সাগর পার হয়ে ভারত
মহাসাগরে পড়ে শ্রীলংকায় প্রবেশ করতে পারে যেটা বেশ সমস্যার। ভারতের কাছে
পাকিস্তান এই সফরের বিষয়ে অনুমতি চাইলে তাদের প্রধানমন্ত্রীর সফরকে অনুমতি
দেওয়া হয়।
প্রসঙ্গত ২০১৯ এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন
সৌদি এবং আমেরিকা সফরে যান তখন পাকিস্তান তার আকাশ ব্যবহার করতে দেয় নি।
কারণ দর্শানো হয়েছিল, কাশ্মীরের মানবধিকার লঙ্ঘন। এবারেও কিন্তু ভারত সেই
ধরণের কোনও অজুহাত খাড়া করে নি। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ি সম্পর্ক
স্থাপনের জন্য কোনও দেশের উচিত নয় বিদেশকে অসহযোগিতা করা।
Post a Comment
Thank You for your important feedback