অভিষেকের বাড়িতে মমতা, বের হতেই ঢুকল সিবিআইয়ের টিম

মঙ্গলবার সকাল থেকেই টানটান উত্তেজনা কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিটে।
সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা সিবিআই কে পাল্টা চিঠি দিয়ে জানিয়েছিলেন আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর একটার পর সিবিআই তদন্তকারী দল চাইলে তাঁর  বাড়ি এসে কথা বলতে পারে। সেইমতো অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতন'-এর সামনে এদিন সকাল থেকেই সংবাদমাধ্যমের ভিড় জমে যায়। সকলকে অবাক করে আচমকাই ভাইপোর বাড়ি ‘শান্তিনিকেতনে’ এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিটের মতো সেখানে ছিলেন। এরপরই অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। আর কয়েক মিনিট পরই সেখানে এসে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যারা অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবেন।  এদিন সকাল ১১টা ২৩ মিনিটে অভিষেকের বাড়িতে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাতনির হাত ধরে বাইরে আসেন ঠিক ১০ মিনিট পর। মুখ্যমন্ত্রীর কনভয় বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরই সেখানে আসে সিবিআইয়ের তদন্তকারী দলটির গাড়ি। এরপরই তারা ভিতরে ঢুকে যান।

 জানা যাচ্ছে, বিদেশে কয়েকটি ব্যাঙ্কের  অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে চায় সিবিআই। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া দলটিতে তিনজন আইনজীবী রয়েছেন। যারা সিবিআইয়ের লিগ্যাল সেলের সদস্য। এছাড়া দুজন মহিলা সিবিআই আধিকারিককে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয়েছে। সবমিলিয়ে দলটিতে মোট ৯ জন থাকতে পারেন বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সোমবারই নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে সিবিআই। রুজিরাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। যোগাযোগ রাখা হয়েছিল দিল্লির শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। এরপরই  তৈরি করা হয় প্রশ্নপত্র।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post