মুখ থুবড়ে পরল ভারতীয় ব্যাটিং, ২২৭ রানে হারল ভারত


৯ উইকেট হাতে নিয়ে চেন্নাই টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছিল ভারত। জয়ের জন্য দরকার ছিল ৩৮১ রান। কিন্তু চেন্নাইয়ে চিপকের ঘূর্ণি পিচে ভারত কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেটা নিয়ে সন্দিহান ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হলও তাই, ভারত হারল ২২৭ রানে। পঞ্চমদিনে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং লাইনআপ। মঙ্গলবার পঞ্চমদিনের খেলা শুরু হতেই দেখা গেল ইংরেজ পেসারদের দাপট। জেমস অ্যান্ডারসন একাই তুলে নিলেন তিন উইকেট। জ্যাক লিচ পেলেন দুই উইকেট।

কিছুটা লড়াই দিচ্ছিলেন তরুণ ওপেনার শুভমান গিল, করলেন হাফ সেঞ্চুরিও। কিন্তু ৫০ রান করার পরই অ্যান্ডারসন গিলের স্ট্যাম্প ছিটকে দিয়ে ভারতকে বড় ঝটকা দিলেন। তিনবল পরেই ফের অ্যান্ডারসন ধাক্কা দিলেন ভারতকে, এবারও রাহানের স্ট্যাম্প ছিটকে দিয়ে। ফলে চাপে পড়ে যায় ভারত। এরপর কিছুটা লড়াই দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৭২ রানে আউট হওয়ার আগেই অবশ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং। ফলে ১৯২ রানেই গুটিয়ে গেল ভারত। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিলেন জ্যাক লেচ, ৩ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেল বিরাট কোহলির ভারত। ফলে সোশাল মিডিয়ায় অধিকাংশই রাহানেকে নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি তুলতে শুরু করেছেন। উল্লেখ্য, রাহানের নেতৃত্বে সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে এসেছিল ভারত। কিন্তু ভারতের মাটিতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টেই মুখ খুবড়ে পরল বিরাটের নেতৃত্বে ভারতীয় দল। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post