আজ বীরভূমে, ঝাড়গ্রামে নাড্ডা, পরশু রাজ্যে অমিত শাহ

অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে মঙ্গলবার পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। চলিত মাসেই দ্বিতীয়বার রাজ্যে আসছেন তিনি। এদিন সকালে দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে তারাপীঠে যাবেন তিনি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন তিনি। সেখানেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র হয়েই যাওয়ার কথা বিজেপির রথের।  

এদিনই ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করার কথা জে পি নাড্ডার। দুপুরে লালগড়ের হেলিপ্যাডে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশের মাঠে জনসভা করবেন তিনি। সেখান থেকেই শুরু হবে আরেকটি পরিবর্তন যাত্রা। সভার পর ঝাড়গ্রাম শহরে পৌঁছে নাড্ডা সিধো-কানহুর মূর্তিতে মাল্যদান করবেন তিনি। স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। রাতে খড়গপুরে থকাছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।  

অন্যদিকে, একদিন পর বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দানে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কোচবিহারের রাসমেলা ময়দানে পৌঁছবেন তিনি। প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেদিয়ে যাবেন রাসমেলা ময়দানের জনসভায়। সেখান থেকে তাঁর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যাওয়ার কথা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.