কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর

মঙ্গলবার দুপুরে নাগাদ গুয়াহাটি-বেঙ্গালুরুর একটি ইন্ডিগো বিমান জরুরি অবতরণ করে দমদম বিমানবন্দরে। আকাশপথেই বিমানচালক বুঝতে পারেন তাঁদের বিমানের ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না, যে কোনও সময়ে বিপদ আসতে পারে। তৎক্ষণাৎ বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরের ATC বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা চান। বিমানকে দ্রুত অবতরণ করার অনুমতি দেয় ট্রাফিক কন্ট্রোল। যাত্রীবোঝাই বিমান নিয়ে কলকাতায় অবতরণ করে ওই বিমান। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের সমস্যা হয়েছিল ইঞ্জিনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য একটি বিমানে বিকেল সাড়ে তিনটের পর বেঙ্গালুরুর উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের ব্যস্ততম এয়ারলাইন 'ইন্ডিগো'। সারা ভারতের প্রতিটি বিমানবন্দরে যাত্রী পরিষেবা দেয় এই বিমান সংস্থা ফলে প্রতিটি বিমানবন্দরেই তাদের টেকনিকাল ইউনিট থাকে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.