ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে ফিরল জামশেদপুর

সপ্তাহের প্রথম দিনে আইএসএলে শক্তিশালী জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল লিগ তালিকার শেষ দল ওডিশা এফসি। জামশেদপুরের বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত লড়াই করে ১-০ গোলে পিছিয়ে মাঠ ছাড়তে হল স্টুয়ার্ট বাক্সটারের দলকে। টানা পাঁচ ম্যাচ পর জয় পেয়ে প্লে অফের লড়াইয়ে ফিরল জামশেদপুর।

ম্যাচের প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ওয়েন কোয়েলের দল। জামসেদপুর আক্রমণে ঝাঁজ বাড়ালেও একাধিকবার বেগ পেতে হয়েছে ওডিশার ডিফেন্ডারদের কাছে। যদিও গোলের সুযোগ এসেছিল দুই দলের কাছেই, কিন্তু গোলকিপার ও রক্ষণভাগের দক্ষতায় প্রতিহত হয়েছে। ৪০ মিনিটে ওডিশার সাজানো রক্ষণভাগকে ভেঙে গোল করে জামসেদপুরের মোবাসির রহমান। ওড়িশা এফসি-র বক্সের বইরে ফ্রি কিক পেয়ে যায় জামশেদপুর এফসি। মোবাসির রহমানের দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে জামশেদপুর এফসিকে। দ্বিতীয়ার্ধে ওডিশা গোল শোধের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও গোলের রাস্তা তৈরি করতে পারেনি। ৭০ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান ওডিশার পল রামপাংজাউভা। কিন্তু শট বাইরে নেন। এমনি বহু সহজ গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের ফুটবলাররা।ম্যাচ শেষ হয় ১-০ গোলে। ১৫ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। অন্যদিক ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষে রয়েছে ওডিশা এফসি।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.