চি‌কিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এসএসকেএমে

ফিরিয়ে দিয়েছিল কলকাতার তিনটি সরকারি হাসপাতাল। দীর্ঘ ২৬ ঘণ্টা বাদে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেও শেষরক্ষা হল না। কার্যত বিনা চি‌কিত্‍সায় মঙ্গলবার সকালে মৃত্যু হল শিলিগুড়ির বাসিন্দা রতন শীলের। এদিকে চি‌কিত্‍সায় গাফিলতির জেরেই রোগীর মৃত্যুর অভিযোগ তুলল পরিবার। তাঁদের দাবি, ভর্তি নেওয়া হলেও সঠিক চি‌কিত্‍সা পরিষেবা মেলেনি। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারা।
অভিযোগ, গত ২২ জানুয়ারি বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন শিলিগুড়ির বাসিন্দা রতন শীল। প্রথমে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হলে। তাঁকে কলকাতায় নিয়ে আসে পরিবার। কিন্তু একের পর এক সরকারি হাসপাতালে ঘুরলেও ঠাঁই মেলেনি সঙ্কটজনক ওই রোগীর। পরিবারের দাবি, এসএসকেএম, আরজি কর, এনআরএস হাসপাতাল থেকে তাঁদের রেফার করে দেওয়া হয়। প্রবল হয়রানির শিকার হতে হয় রোগীর পরিবারকে। পরে সিএনে সম্প্রচারিত খবরের জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ভর্তি নেওয়া হলেও তাঁর সঠিক চি‌কিত্‍সা হয়নি। দুর্ঘটনার ৩ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় এসএসকেএমের ট্রমা কেয়ার থেকে তাঁকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। কিন্তু সেখানে অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও তা না করেই ফেলে রাখা হয় বলে অভিযোগ। বলা হয় অাগামী বুধবার চি‌কিত্‍সক এলে তাঁর অস্ত্রোপচার হবে। এরপরই এদিন সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিজনরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post