মমতা যাবে, পদ্ম ফুটবে, আশাবাদী নাড্ডা

দিল্লি ফেরার আগে বুধবার সকালে খড়গপুরে চা চক্র করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে এক জনসভায় তিনি বলেন, যারা মা মাটি মানুষের নামে যারা জিতে আসে, তারা তোলাবাজি, তুষ্টিকরণ করে। কৃষকদের জন্য কিছুই ভাবে না। অন্যায় আর বেশি দিন চলবে না। মমতা যাবে, পদ্ম ফুটবে। পিসি-ভাইপোর গুন্ডাগিরির পরেও জিতেছেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা।

নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত, কিষান সুরক্ষা যোজনার সুবিধা মিলবে বিজেপি সরকার এলে। মমতা সব প্রকল্প আটকাচ্ছেন। মমতার এত রাগ কেন? কাটমানি, কাটমানি। চালচোর, বালিচোর, ত্রিপলচোর কে? সময় এসেছে মে মাসে কাটমানিকে কাট করো। পদ্মই রাস্তা, ভবিষ্যতে পদ্ম ফোটাও, বিকাশ আসবে। এরই পাশাপাসি তিনি বলেন, দিলীপ ঘোষ চা চক্রের মাধ্যমে জনসংযোগ করছেন। এর ফলে স্থানীয় সমস্যা সমাধান বেরচ্ছো। তিনি আলোচনা করেন। এই ক্রমসূচি যে নাডজ্ডার ভালো লেগেচে তাও তিনি জানিয়ে দেন। তাঁর কথায়, চা চক্র চালিয়ে যান, মমতা চক্র থেকে বাঁচুন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.