অবিশ্বাস্য! এক প্লেট বিরিয়ানির দাম ২০ হাজার টাকা

এক প্লেট বিরিয়ানির দাম কত হতে পারে? বড় জোর ৫০০ টাকা? কিন্তু দুবাইয়ের এই রেস্তরাঁয় এক প্লেট বিরিয়ানির দাম শুনলে চোখ কপালে উঠবে। তবে কারণও আছে, এক ওই প্লেট বিরিয়ানিতে কমবেশি ৬ জনের পেট ভরবে অনায়াসে, সেই সঙ্গে কয়েকটি সুস্বাদু কাবাব পাবেন বিরিয়ানির সঙ্গে। দুবাইয়ের অভিজাত এলাকায় রেস্তরাঁ ‘Bombay Borough’, সেখানেই পাওয়া যাচ্ছে এক বিশেষ বিরিয়ানি। যার এক প্লেটের দাম ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা। না অবাক হওয়ার কিছু নেই, ওই দামের এক প্লেট বিরিয়ানি খেলে আপনি সারা জীবনই মনে রাখবেন। কারণ এটাই আপাতত বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি। এই রেস্তরাঁয় বিরিয়ানির প্লেট সাজানো হয় ২৩ ক্যারেট সোনায়। এছাড়াও বহু দামি উপাদান থাকে প্লেটটি সুন্দর করে সাজানোর জন্য। আর যে পরিমাণ বিরিয়ানি দেওয়া হয় তাতে অন্তত ৬ জনের পেট ভরবে। 

আসলে দুবাইয়ের ‘Bombay Borough’ রেস্তরাঁর প্রথম জন্মদিন উপলক্ষে এই স্পেশাল বিরিয়ানি পরিবেশন করা শুরু হয়েছে। এই বিরিয়ানির সঙ্গেই পাওয়া যাবে কাশ্মীরি মটন কাবাব, রাজপুত চিকেন কাবাব, মোঘলাই কোফতা কাবাব, মালাই চিকেন ও পুরানি দিল্লি মটন চাপ। সব ডিস অর্ডার দিলে ৪৫ মিনিটের অপেক্ষা, এরপরই গরম গরম বিরিয়ানি ও সুস্বাদু ডিসগুলি আপনার টেবিলে হাজির করবে রেস্তারাঁর কর্মীরা। কী ভাবছেন? একবার চেখে দেখবেন নাকি এক প্লেট বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post