মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির যোগদান মেলা এবং জনসভা আছে। এই সভায় থাকবেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই সভাতেই যোগদান করতে পারেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের। সোমবারই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ত্যাগ করেছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। অপরদিকে রাজীব-শুভেন্দুর হাই প্রোফাইল সভার আগেই সাময়িক উত্তেজনা দেখা যায় বারুইপুরে। পুরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পতাকা ছিঁড়ে নষ্ট করে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
বিজেপির অভিযোগ, এদিনের সভার জন্য এলাকা বিজেপির গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা বেশিরভাগ পতাকা ছিড়ে ঝোপে বা খালের জলে ফেলে দেয়। বিজেপির অভিযোগ, শাসকদলের লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু এরমধ্যেই ফের উত্তেজনা দেখা দিল বারুইপুরের পদ্মপুকুর এলাকায়। শুভেন্দু ও রাজীবের কনভয়ের সামনে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পদ্মপুকুর এলাকায়। তবে বিশাল সংখ্যক পুলিশ থাকায় শুভেন্দুর কনভয় নির্বিঘ্নেই এই এলাকা ছেড়ে যায়। তাঁর কনভয় আটকাতে পারেননি বিক্ষোভকারী তৃণমূল সমর্থকরা। অপরদিকে, বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেওয়া অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁরা বারুইপুরে বিজেপির যোগদান মেলা ও জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। এই নিয়ে বাসন্তীতে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
Thank You for your important feedback