ফের ব্রিগেডের ডাক ‘আশাবাদী’ বামফ্রন্টের

একটা সময় ছিল যখন বামেদের বছরে অন্তত একটি ব্রিগেডে বামেদের সভা থাকত। এবং এটা প্রয়াত বাম নেতা প্রমোদ দাশগুপ্তের সময় থেকেই হয়ে আসছিল। প্রয়াত সুভাষ চক্রবর্তী মজা করেই বলতেন, এটা আমাদের জনগণনা। কিন্তু সেসব দিন গিয়েছে, আজ ১০ বছর হয়ে গেল ক্ষমতায় নেই বামফ্রন্ট। নেই লোকবল ও কর্মী সমর্থকদের জোর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাদের জোট সঙ্গী কংগ্রেস ২ টি আসন পেলেও, যাদবপুর বাদে রাজ্যের সর্বত্র বামেদের জামানত জব্দ হয়েছিল। এরপর বিহার ভোটে সাফল্য এবং কৃষক আন্দোলনের পর বামশক্তি বৃদ্ধি হওয়ায় কিছুটা চনমনে রাজ্য বামফ্রন্ট। কিন্তু জনমানসে প্রশ্ন কমছে না। ভোটবাজারে বিজেপির হওয়ায় বামেদের ভোট ৭/৮ শতাংশে নেমে গিয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব প্রশ্ন বামেদেরই অন্দরমহলেই। বামেদের শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।

যদিও বাম নেতৃত্বের বক্তব্য, আমরা ঘুরে দাঁড়াবো। সেইমতো চলতি মাসের শেষে ব্রিগেডের জনসভার ডাক দিয়েছে বামফ্রন্ট, সঙ্গী রাজ্য কংগ্রেস। অনেকদিন বাদে বাম কর্মীদের ব্রিগেড প্রচারে দেখা যাচ্ছে। এলাকায় এলাকায় ছোট পথসভা বা পুরোনো সমর্থকদের বাড়ি বাড়ি যাওয়া এবং সর্বোপরি দেওয়াল লিখন শুরু করেছে তারা। একটা সময়ে দেওয়াল প্রচার তাদের ট্র্যাডিশন ক্যাম্পেনের মধ্যে পড়ত, আজ ফের সেই প্রচারেই ভরসা রাখছেন বিমানবাবু মহঃ সেলিমরা। আসন্ন বিধানসভা ভোটেও বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে জোট বেধে লড়তে চলেছে। এই জোটে আব্বাস সিদ্দিকির নতুন দলকেও সঙ্গে নিতে চায় দলীয় নেতৃত্ব। ফলে শাসকদল এবং প্রধান বিরোধী দল বিজেপির ভোট কতটা কাটতে পারে এই জোট, এটাই এখন দেখার।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post