তৃণমূলেই যোগ দিলেন পদত্যাগী আইপিএস হুমায়ুন কবির

আচমকাই চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন কবির। এবার তিনি তৃণমূলে যোগ দিলেন, মঙ্গলবার কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন এই আইপিএস অফিসার। হুমায়ুন কবিরের ইস্তফা জল্পনা বাড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও জানা যাচ্ছিল তিনি রাজনীতিতে যোগ দেবেন বলেই অবসরের কয়েকমাস আগে ইস্তফা দিয়েছিলেন। 

অপরদিকে তড়িঘড়ি তাঁর ইস্তফাপত্র গৃহীত হওয়ায় সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল। অবশেষে সহ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার কালনার সভায় শাসকশিবিরে যোগ দিলেন তিনি। যদিও দিনকয়েক আগে তাঁর স্ত্রীও যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তবে চাকরিকালে বিভিন্ন সময়ে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে সুর চড়িয়েছিলেন। ফলে তখনই বোঝা গিয়েছিল তিনি অবসরকালে রাজনীতিতেই যোগ দেবেন। কিন্তু অবসরের কয়েকমাস আগেই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের পতাকাই হাতে তুলে নিলেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.