সেলেব্রিটিদের টুইট নিয়ে তদন্ত করবে মহারাষ্ট্র সরকার

কৃষক আন্দোলন নিয়ে সেলেব্রিটিদের টুইটের তদন্ত করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে পপস্টার রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফারা টুইট করেছিলেন। তারপরই ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিয়ে পরপর টুইট করেন বলিউডের তারকা থেকে ক্রীড়াবিদরা। সেই তালিকায় রয়েচেন অন্যতম দুই ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকর।

এই সেলেব্রিটিদের এই সম্মিলিত টুইটের পিছনে কোনও চাপ ছিল কিনা তা তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের হাতে। সেলেবরা সংঘবদ্ধভাবে টুইট করেছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। কংগ্রেসের সচিন সাওয়ান্ত বলেন, যদি কোনও ব্যক্তি বা কোনও সেলেব্রিটি নিজেদের মত প্রকাশ করেন, তাহলে কিছু বলার নেই। কিন্তু সন্দেহ রয়েছে, এর পিছনে বিজেপির হাত আছে। একই ধরনের শব্দ টুইটগুলিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অক্ষয় কুমার, সুনীল শেট্টিদের সঙ্গে সাইনা নেহওয়ালের মতো অনেকেই টুইট করেন। অনেকের টুইটের ভাষা আবার হুবহু এক। সুনীলের টুইটে ট্যাগ করা হয়েছে বিজেপির নেতাকে। অক্ষয়, সাইনার টুইটের ভাষাও পুরোপুরি এক। এনিয়ে দেশজোড়া প্রতিবাদের মুখে পড়তে হয় তাঁদের। রবিবারই এই নিয়ে তদন্তের দাবি তুলেছিল কংগ্রেস। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post