করোনা অতিমারির জেরে দেশজুড়েই বন্ধ হয়েছিল সমস্ত
সিনেমার শুটিং। দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছিল সাইফ আলি খান ও দক্ষিণী
সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ- সিনেমার শুটিং। কিন্তু শুটিং শুরুর
দ্বিতীয় দিনেই ঘটল বড়সড় দুর্ঘটনা। আগুন লাগল ক্রোমা শুটিং সেটে। জানা
গিয়েছে সেটটি পুরোপুরি আগুনে ভষ্মীভূত হয়ে গিয়ছে। যদিও সেই সময়ে সেটে
উপস্থিত ছিলেন না সাইফ আলি খান কিংবা প্রভাস। তবে সেই সময়ে সেখানে উপস্থিত
ছিলেন ছবির পরিচালক ওম রাউত ও মারাঠি কো অভিনেতা সূর্য। দমকলের দ্রুত
প্রচেষ্টায় আগুনকে নেভানো সম্ভব হয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই
আগুন লেগেছিল। তবে কেউ আহত হয়নি।
মঙ্গলবার শুটিং শুরু আগেই বিপত্তি
ঘটায় আর শুটিং শুরু করা আর সম্ভব হয়নি। তাই যতদিন সেটটি নতুন করে তৈরি করা
যাচ্ছে না, ততদিন শুটিং শুরু করা সম্ভব নয় বলেই জানিয়েছেন ছবির পরিচালক ওম
রাউত। এই অগ্নিকান্ডের ফলে বেশ ক্ষতির মুখে পড়তে হবে পারে ছবির প্রযোজক
ভূষণ কুমারকে। আদিপুরুষ ছবিতে প্রভাসকে রাম ও সাইফকে রাবণের চরিত্রে অভিনয়
করতে দেখা যাবে। ইতিমধ্যে যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। ছবির কাস্ট সামনের
আসার পরই সাইফের মন্তব্যকে ঘিরে নেটিজনদের একাংশের কাছে চর্চার বিষয় হয়ে
দাঁডিয়েছিল। সম্প্রতি সাইফ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি রাবণকে এক
মানবিক চরিত্রে ফুটিয়ে তুলবেন। দানবে চরিত্রে অভিনয় করা তাঁর কাছে আলাদা
অনুভূতি।রাবণের বোন সুর্পণখার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার প্রতিশোধের কাহিনি
হিসেবে রাম-রাবণের যুদ্ধো দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।
‘আদিপুরুষ’-র শুটিং সেটে ঘটল বড়সড় বিপত্তি
0
February 03, 2021
Tags
Thank You for your important feedback