বর্তমানে সোশাল মিডিয়ায় আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের নয়া কৃষি বিল। দুই মাস ধরে চলা কৃষক আন্দোলনের সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক বিদেশর বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার পপ তারকা রিহানা কৃষকদের সমর্থন করে টুইট করায়, ভারতের সংবাদের শীর্ষে চলে এসেছেন তিনি। তবে এটাই প্রথবার নয়, তাঁর গান ও জীবনযাত্রা নিয়ে একাধিকবার সোশাল মিডিয়া সহ টিভিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন রিহানা । টুইটারে তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এই আবহেই জেনে নেওয়া যাক সোশাল মিডিয়ায় বিশ্বের জনপ্রিয় সেরা পাঁচ তারকার তালিকা। তাঁদের ফলোয়ার্সের সংখ্যার বিচারেই তাঁদের জনপ্রিয়তা মাপা সহজ।
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় সেরা পাঁচজন হলেন -
এখনও পর্যন্ত সর্বোচ্চ ফলোয়ারের মালিক হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। তাঁর ট্যুইটারে ফলোয়ার্স সংখ্যা ১২৮.৮ মিলিয়ন।
এরপরেই রয়েছেন কানাডার গায়ক জাস্টিন বিবার। ট্যুইটারে জাস্টিনের ফলোয়ার্স ১১৩.৮ মিলিয়ান।
এই তালিকায় ১০৯.৩ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তৃতীয় নম্বরে রয়েছেন আমেরিকার গায়িকা কেটি পেরি।
আরেক পপ গায়িকা রিহানা রয়েছেন চতুর্থ স্থানে, তাঁর ফলোয়ার্স সংখ্যা ১০১ মিলিয়ন।
পঞ্চম স্থানে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলোয়ার্স সংখ্যার বিচারে তাঁকে ৯০.৭ মিলিয়ন লোক ফলো করেন।
Thank You for your important feedback