এটিকে মোহনবাগানের পর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও হারের সম্মুখীন হতে হল কেরালা ব্লাস্টার্সকে। মুম্বই সিটির বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ এগিয়ে গিয়েও তিন পয়েন্ট তুলতে ব্যর্থ হল কিবুর দল। হাড্ডাহাডি ম্যাচের লড়াই শেষ হয় ২-১ গোলে।
ম্যাচের প্রথম থেকে দুই দলই একে অপরকে আক্রমণে টেক্কা দিলেও ২৭ মিনিটে ভিসেন্তের গোলে এগিয়ে গিয়েছিল কেরালা। সামাদের কর্নার থেকে ভাসানো বল হেডে মুম্বইয়ের জালে জড়ান ভিসেন্তে। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মুম্বইয়ের থেকে বেশ কিছুটা এগিয়ে ছিল কিবুর কেরালা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁজ বাড়ায় মুম্বই। ৪৬ মিনিটে সমতা ফেরায় মুম্বই। বক্সের ডানদিক থেকে আসা বল ঠেলে দিয়ে কেরালার জালে জড়িয়ে ১-১ করেন বিপিন সিংহ। ৬৭ মিনিটে পেনাল্টি পান সার্জিও লোবেরার দল। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন অ্যাডম লি ফন্দ্রে। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ নষ্ট করেছিলেন তিনি। যদিও আর কোনও গোল না হওয়ায় ম্যাচ শেষ ফলাফল দাঁড়ায় ২-১। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক নম্বরেই রইল মুম্বই। অন্যদিকে ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রইল কেরল ব্লাস্টার্স।
Thank You for your important feedback