সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিল নবান্ন

রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের সমস্ত সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরার নির্দেশিকা জারি করল নবান্ন। সূত্রের খবর, ভোটের আগে বকেয়া কাজ দ্রুত শেষ করতেই এই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। দুয়ারে সরকার কর্মসূচির জন্যও অতিরিক্ত কর্মীর প্রয়োজন তাই সকলকেই এবার থেকে অফিসে আসতে বলা হয়েছে। রাজ্য সরকারের কর্মিবর্গ দফতর নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করেছে।
করোনা অতিমারির জন্য অধিকাংশ রাজ্য সরকারি দফতরের কাজকর্ম কার্যত বন্ধই ছিল। এছাড়া অন্যান্য দফতরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল। আবার যেখানে যেখানে সম্ভব সেখানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ চলছিল। করোনা সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ করেছিল সরকার। এর ফলে সরকারি কাজের গতি ব্যাহত হচ্ছিল। এবার রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর। করোনা যোদ্ধাদের টিকাকরণের কাজও চলছে জোরকদমে। তাই ভোটের আগেই সমস্ত সরকারি দফতরে সরকারি কর্মী-আধিকারিকদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিল নবান্ন। এবার থেকে সকলকেই অফিসে যেতে হবে, হাজিরা না দিলেই ছুটি কাটা যাবে।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.