অমিতাভের সর্বভারতীয় পরিবার

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে সিনেমা জনতা চিনতে শুরু করে ঠিক ৫০ বছর আগে 'আনন্দ' ছবি দেখে। অনেকেই বলেন ছবির পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় এবং নায়ক রাজেশ খান্না না থাকলে অমিতাভকে কেউ চিনত না। এ বিষয়ে বিগ বি কে প্রশ্ন করলে শুধু একটু মুচকি হাসেন, উত্তর দেন না। কিন্তু বচ্চন একটি কথাই বলেন, সারা ভারতের মানুষ আমাকে পছন্দ না করলে আমি এখানে আসতেই পারতাম না। অমিতাভের বক্তব্য, তিনিও তাঁর পরিবারটিকে ভারতীয় পরিবার করেছেন অর্থাৎ কসমোপলিটন ফ্যামিলি।
অমিতাভের বাবা হরবংশ রাই বচ্চন ছিলেন উত্তরপ্রদেশের মানুষ। তিনি শুদ্ধ হিন্দি ভাষার কবি ছিলেন, মা ছিলেন শিখ পরিবারের। অমিতাভের বেড়ে ওঠা দিল্লিতে। বিয়ে করেন বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়িকে। এক পুত্র, এক কন্যা। মেয়ের বিয়ে হয় পাঞ্জাবি হিন্দু পরিবারে। ছেলে অভিষেক বিয়ে করেন দক্ষিণ ভারতীয় তথা অভিনেত্রী ঐশ্বর্য রাইকে। অমিতাভ জীবনের বেশিটাই কাটাচ্ছেন মুম্বাইয়ে। কাজেই তিনি বলতেই পারেন, তার পরিবার সর্বভারতীয়।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.