ফের পেট্রোল-ডিজেলের রেকর্ড দর

আবারও সর্বোচ্চ দামের রেকর্ড করল পেট্রোল-ডিজেল। দিল্লিতে লিটারে পেট্রোলের দাম বাড়ল ৩৫ পয়সা লিটার। ডিজেলেরও দাম বেড়েছে ৩৫ পয়সা। ফলে রাজধানীতে পেট্রোলের দাম হল ৮৬ টাকা ৬৫ পয়সা, ডিজেল লিটারে ৭৬ টাকা ৮৩ পয়সা। এর আগে ৩০ জুলাই দিল্লিতে ডিজেলের সর্বোচ্চ দর ছিল ৮১ টাকা ৯৪ পয়সা লিটার। মুম্বইয়েও দাম বেড়ে পেট্রোল হয়েছে লিটারে ৯৩ টাকা ২০ পয়সা, ডিজেল লিটারে ৮৩ টাকা ২০ পয়সা। কলকাতায় এদিন পেট্রোল ৮৭ টাকা ৬৯ পয়সা। ডিজেল ৮০ টাকা ০৮ পয়সা। ২৯ দিন দাম বাড়ানো বন্ধ রাখার পর তেল কোম্পানিগুলি জানুয়ারির গোড়া থেকে ফের দর বাড়াতে শুরু করেছে। এদিকে, করোনার ধাক্কায় অশোধিত তেলের দর গত এপ্রিলে নেমে গিয়েছিল ব্যারেলে ১৯.০৯ ডলার। ১ ফেব্রুয়ারি তা হয়েছে ব্যারেলে ৫৫.১৮ ডলার। ২০২১ অর্থবর্ষে দুই দফায় জ্বালানির দাম পেট্রোল ১৩ টাকা লিটার ও ডিজেলে ১৬ টাকা লিটার অতিরিক্ত শুল্ক হিসেবে বাড়িয়েছিল কেন্দ্র। সঙ্গে ছিল সড়ক ও পরিকাঠামো সেস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post