ফের খবরের শিরোনামে বীরভূম। এবার বিস্ফোরণের কাজে
ব্যবহৃত প্রচুর পরিমাণ ডিটোনেটর উদ্ধার হল রামপুরহাটে। ডিটোনেটর ভর্তি একটি
চারচাকা গাড়ি আটক করল রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, প্রায় ২৪ হাজার
ডিটোনেটর উদ্ধার হয়েছে ওই গাড়িটি থেকে। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর
রাতে রামপুরহাট-দুমকা রাস্তার ঝনঝনিয়া মোড়ের কাছে এই একটি সন্দেহজনক
চারচাকা গাড়ি আটক করা হয়। রামপুরহাট থানার টহলদারি পুলিশ কর্মীরা ওই গাড়ি
তল্লাশি করতেই ডিটোনেটরগুলি দেখতে পায়। এরপরই পুলিশ ওই গাড়ি এবং
ডিটোনেটরগুলি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও।
তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কোথা থেকে এবং কোথায়
পাঠানো হচ্ছিল এই বিপুল পরিমাণ ডিটোনেটর।
রামপুরহাটে বিপুল পরিমাণ ডিটোনেটর উদ্ধার, চাঞ্চল্য
0
February 04, 2021
Tags
Thank You for your important feedback