কৃষি আইনের পক্ষে জোর সওয়াল মোদির, ওয়াকআউট তৃণমূল, কংগ্রেসের

কৃষি আইনের সমর্থনে লোকসভায় ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তাঁর সরকার কৃষকদের সম্মান করে। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণে মোদি বলেন, কৃষি আইন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল। একটি অর্ডিন্যান্সের মাধ্যমে কৃষি আইন আনা হয়। তা সংসদে পাশ হয়েছে। এই আইনের ফলে কোথাও কোনও বাজার বন্ধ হয়নি। কোথাও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উঠে যায়নি। বরং ন্যূনতম দরে বেশি বিক্রি হয়েছে। এই আইন স্বেচ্ছামূলক, বাধ্যতামূলক নয়। বেশি লাভের জন্য চাষিরা যেখানে খুশি যেতে পারেন। কৃষকদের মতামতকে সম্মান করি। সরকারের সিনিয়র মন্ত্রীরা কৃষকদের সঙ্গে কথা বলছেন। পুরানো মন্ডি কোথাও বন্ধ হবে না। 

তাঁর বক্তব্য, যাঁরা সংসদে গোলমাল করছেন, তাঁরা তা করছেন পরিকল্পিতভাবে। লোকে যে সত্যটা বুঝতে পারছে তা তাঁরা হজম করতে পারছেন না। কংগ্রেসের সাংসদরা আইন কালো কিনা তা নিয়ে তর্ক করছেন। যদি তাঁরা আইনের ধারা ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করতেন তা হলে ভালো হত। কংগ্রেসের সাংসদরা এতটাই বিভক্ত যে রাজ্যসভা ও লোকসভায় তাঁরা আলাদা অবস্থান নিচ্ছেন। এদিন তাঁর বক্তৃতায় লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরীকে আক্রমণ করে মোদি বলেন, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি বাংলায় তৃণমূলের থেকে বেশি প্রচার পাবেন। অধিকারের বাইরে যাবেন না। এরপরই কংগ্রেসের সাংসদরা ওয়াক আউট করেন। এরপর ওয়াক আউট করেন তৃণমূলের সাংসদরাও। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post