স্বর্ণযুগের নায়িকাদের মধ্যে বেঁচে সাবিত্রী ও মাধবী। বুধবার মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিন, ৮০ তে পা দিলেন তিনি। দ্রুত বদলে যায় দিনগুলি, পরিবর্তিত হয় অভিনেত্রীদের জীবনযাত্রা। তবে মাধবী একমাত্র অভিনেত্রী যিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক,মৃণাল সেন এবং তপন সিংহের ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এবং তাঁর জীবনের সেরা চরিত্রগুলি এই পরিচালকদের সাথে কাজ করতে গিয়েই হয়েছে। জীবনের সেরা অভিনয় সত্যজিতের "চারুলতা'-য় চারুর ভূমিকায়, নাকি ঋত্বিকের "সুবর্ণরেখা"-য় সীতার ভূমিকায় তা নিয়ে তর্ক থাকতে পারে। পাশাপাশি মৃনাল সেনের "কলকাতা ৭১" ছবিতে অনাহারে থাকা দেহপসারিনী চরিত্র বা তপন সিংহের " বাঞ্ছারামের বাগানে" নির্মম এক নারীর চরিত্র, সেরার তালিকাতে এগুলোও থাকবে।
ষাটবছরেও বেশি সময় ধরে উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে দীপঙ্কর দে বা শমিত ভঞ্জ অবধি বহু নায়কের সাথে অভিনয় করেছেন মাধবী। পুরস্কারও পেয়েছেন বিস্তর। কিন্তু সেরা পরিচালক সাথে কাজ করা সত্ত্বেও প্রাপ্য সম্মান আজও পেলেন না চারুলতা।
Thank You for your important feedback