পারস্পরিক সম্পর্ক নিয়ে ফোনে কথা মোদি-বাইডেনের

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোমবার টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন মোদি। বলেন, আঞ্চলিক বিষয় ও পারস্পরিক আগ্রাধিকার নিয়ে কথা হয়েছে তাঁদের। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাইডেনের সঙ্গে ফোনে কথা হল মোদির। দুই দেশের সম্পর্ক যে গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক কৌশলগত স্বার্থের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে একমত হন দুজনেই। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে কাজ করার ওপরেও জোর দেন তাঁরা। বিশ্ব পরিবেশ নিয়েও সহযোগিতার কথা নিয়ে আলোচনা হয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post