উত্তরপ্রদেশের রামপুরে মৃত এক কৃষকের পরিবারের সঙ্গে
দেখা করার পথে দুর্ঘটনায় পড়ল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির কনভয়।
তাঁর কনভয়ের চারটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। তবে প্রিয়াঙ্কার কোনও আঘাত
লাগেনি। তাঁর গাড়িও দুর্ঘটনায় পড়েনি। শোনা যআচ্ছে, বিজেপির এক নেতার
গাড়ি কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মেরেছে। পুলিশ জানায়, হাপুর জেলায় ৯
নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এরপর প্রিয়াঙ্কা রামপুরের দিকে রওনা
হয়েছেন।
প্রজাতন্ত্র দিবসের কৃষকদের ট্র্যাক্টর মিছিলে যোগ দিয়েছিলেন
কানাডা প্রবাসী নবনীত সিং। দিল্লির আইটিও-র কাছে সেই ট্র্যাক্টরটি উল্টে
গেলে প্রাণ হারান রামপুরের বাসিন্দা নবনীত। পুলিশের সিসিটিভি ফুটেজেও তা
দেখা যাচ্ছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অজয়কুমার লাল্লুর অভিযোগ, নবনীতকে
মাথায় গুলি করা হয়েছে।
দুর্ঘটনার কবলে কনভয়, অক্ষত প্রিয়াঙ্কা
0
February 04, 2021
Tags
Thank You for your important feedback