বড় শাস্তি ফাওলারের, ডার্বিতে গ্যালারিতেই থাকতে হবে লাল-হলুদ কোচকে

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ হেরে প্লে অফের যাওয়ার আশা কার্যত শেষ এসসি ইস্টবেঙ্গলের। তাই দলের মূল লক্ষ্য এখন বড় ম্যাচ জেতা। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল লাল-হলুদ শিবির। ম্যাচ রেফারিকে অপমানজনক মন্তব্য করার অভিযোগে চার ম্যাচ নির্বাসন এবং পাঁচ লাখ টাকা জরিমানা হল রবি ফাওলারের। লিভারপুল কিংবদন্তীকে এই শাস্তি দিল উষানাথ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ফলে আসন্ন বড়ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না ফাওলার। তবে অনুশীলনে দলের সঙ্গে থাকাতে বাধা নেই। 
ফাওলারের বিরুদ্ধে ম্যাচ রেফারি ও কমিশনারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে এনে, ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে চিঠি দিয়েছিলেন প্রায় চার-পাঁচ জন রেফারি। বুধবার সন্ধেয় ভার্চুয়ালি সেই মামলার শুনানি হল। এফসি গোয়া ম্যাচের বিরুদ্ধে হেরে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই ফাওলার চতুর্থ রেফারি এবং ম্যাচ কমিশনারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে শাস্তি ঘোষণা করল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখেছেন ফেডারেশন কর্তৃপক্ষ। এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কোডের ৫০, ৫৮ ও ৫৯.১(এ) ধারায় ফাওলারকে শাস্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, তাঁর আচরণের দিকে নজর রাখা হবে। ফলে নির্বাসন কাটিয়ে মাঠে ফিরলেও ফাওলারে উপর কড়া নজরদারি থাকবে। যদিও এই ধরেনর অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করেছিল এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, কোনও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেননি ফাওলার। সূত্রের খবর, শুনানিতে ফাওলারও অস্বীকার করেন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য প্রসঙ্গে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post