শনিবার দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক কৃষকদের

আগামী ৬ জানুয়ারি শনিবার দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে তিন ঘণ্টা সব হাইওয়ে অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দিল্লি সীমান্তে ইন্টারনেট বন্ধ করা, অবস্থানরত কৃষকদের হেনস্তা করার প্রতিবাদেও তাঁদের এই চাক্কা জ্যাম। সিংঘু সীমান্তে কৃষক নেতারা জানিয়েছেন, শনিবার বেলা ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত তাঁদের অবরোধ চলবে। তাঁরা জানিয়েছেন, অবস্থানের জায়গায় জল-বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, মোবাইল শৌচাগার সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে কিষাণ একতা মোর্চা ও ট্র্যাক্টর টু টুইটার অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত করা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে সাংবাদিক সহ বহু সমর্থককে। 

তাঁদের ক্ষোভ, কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপেক্ষা করা হয়েছে। কৃষিক্ষেত্রে বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবর্ষের ৫.১ শতাংশ থেকে তা কমে হয়েছে ৪.৩ শতাংশ। এদিকে গাজিপুর সীমান্তে রোজই বাড়ছে কৃষকদের সংখ্যা। সামলাতে হিমসিম পুলিশ। কাঁটাতার, সিমেন্ট দিয়ে গোটা এলাকা ব্যারিকেড করা হয়েছে। বাস লাগিয়ে সিল করা হয়েছে সীমান্ত। প্রতিদিনই রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে কৃষকরা এসে যোগ দিচ্ছেন অবস্থানে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.