মিডফিল্ডার লেনি রডরিগেজকে তুলে যেমন চমক দিল এটিকে-মোহনবাগান। তেমনই আইএসএলে নবাগত কলকাতার ক্লাব এসসি ইস্টবেঙ্গল শিবিরেও খুশির খবর। মুম্বই সিটি এফসি থেকে দুই খেলোয়াড়কে লোনে নিল ফাওলারের দল। সৌরভ দাস ও সার্থক গোলুই দলে যোগ দিলে দল আরও লাভবান হবে মনে করছেন ইস্টবেঙ্গলের হেড কোচ ফাওলার।
সার্থক গোলুইয়ের দুরন্ত প্রতিভা, গত মরশুমে মুম্বই সিটি এফসিতে যোগ দিয়েছিলেন। এই মরশুমে তিনটি ম্যাচ খেলেছেন সার্থক, যার মধ্যে দুটি ম্যাচে প্রথম একাদশেই জায়গা করে নিয়েছিলেন। এরপর তিনি আর কোনও সুযোগই পাননি খেলার। অন্য খেলোয়াড় সৌরভ দাসের ওপর দীর্ঘদিন ধরেই নজর ছিল এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু মুম্বই সিটি এফসি এই প্রতিভাকে ছাড়তে রাজি হয়নি। যদিও এবারের আইএসএলে কেবল এক মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। যদিও গতবার সাতটি ম্যাচ খেলেছিলেন তিনি। সৌরভ বাংলার অপর দল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। ২০১৬ সাল থেকে তিন বছর মোহনবাগানে ছিলেন তিনি। এই দুই খেলোয়াড় দলে যোগ দিলে রক্ষণ থেকে আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে।
Thank You for your important feedback